Published : Tuesday, 26 July, 2022 at 12:00 AM, Update: 26.07.2022 1:28:39 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জেলায় তৃতীয় বারের মত শ্রেষ্ঠ মৎস্যচাষী নির্বাচিত হয়েছেন আলী আহমেদ মিয়াজী। উৎপাদনে শ্রেষ্ঠ মৎস্যচাষী ক্যাটাগরিতে তিনি সেরা নির্বাচিত হন। মৎস্য সপ্তাহ২০২২ উপলক্ষে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল (অব) আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা শরিফ উদ্দিন, দাউদকান্দি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ অন্যান্যরা।
এবছরও সারাদেশে মাছ চাষে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে কুমিল্লা জেলা। যার মধ্যে সিংহভাগ মাছ সরবরাহ করা হয় দাউদকান্দি উপজেলার প্লাবনভুমি এলাকায় মাছ চাষ প্রকল্পগুলো থেকে। দাউদকান্দি প্লাবনভুমি এলাকায় সমন্বিত মাছ চাষে আলী আহমেদ দীর্ঘ দিন নিজের মৎস প্রকল্প পরিচালনার পাশাপাশি অন্যান্য প্রকল্প পরিচালনায়ও অবদান রেখে আসছেন।
মৎস অধিদপ্তর কুমিল্লার তথ্য মতে, জেলায় মোট মৎস্যজীবীর সংখ্যা ২০ হাজার ১৪১ জন। জেলায় মোট মাছের উৎপাদন ২ লাখ ৯৩ হাজার ৫৫১ মেট্রিক টন। মাছের চাহিদা ১ লাখ ৪৬ হাজার ৩৫৭.০৫ মেট্রিক টন। উদ্বৃত্ত ১ লাখ ৪৭ হাজার ১৯৩.৯৫ মেট্রিক টন। প্লাবনভুমিতে মৎস্য চাষ প্রকল্প ২৩৫ টি। যার আয়তন ৫১ হাজার ৬১৯ দশমিক ৬৬ একর।
আলী আহমেদ মিয়াজী বলেন, আমরা চেষ্টা করছি মৎস্যখাতকে এগিয়ে নিতে। নতুন উদ্যোক্তা তৈরী করে বেকার যুবকদের স্বাবলম্বী করতে আমরা আহ্বান করছি। এছাড়া দাউদকান্দি প্লাবনভুমি এলাকায় জীবনমানোন্নয়নেও আমাদের প্রকল্পগুলো কাজ করছে। আমরা আরো উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। আমাকে শ্রেষ্ঠ মনোনীত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।