ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
//
Published : Tuesday, 26 July, 2022 at 1:50 PM, Update: 26.07.2022 3:10:31 AM
<img title="প্রচন্ড গরম আর তীব্র রোদ শেষে সোমবার দুপুরভর কুমিল্লায় ছিলো অঝর বৃষ্টি। দুপুর ২টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা বৃষ্টি স্বস্তি ফিরিয়েছে মানুষের মাঝে। জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে, সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লায় ২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে কর্মজীবনে কিছুটি বিরতি আসলেও- বিষয়টি উপভোগ্য হয়ে ওঠে নগরবাসীর কাছে। নগরীর বিভিন্ন সড়কে অনেককেই দেখে গেছে স্বেচ্ছায় বৃষ্টিতে ভিজতে। স্কুল কলেজের শিক্ষার্থীরাই বেশি মনের আনন্দে ভিজে বৃষ্টি উপভোগ করেছেন। মাঝ বয়সীদেরও দেখা গেছে বৃষ্টিতে ভিজতে, কেউ কেউ ছাতা কিংবা রিকশার হুডের বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে নিয়েছেন স্বস্তির পরশ।
নগরীর কান্দিরপাড়ের রাস্তায় ইউনিফর্মে ভিজতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ফারিন জানান, গত কয়দিন টানা যে গরম ছিলো, তা এই বৃষ্টিতে কিছুটা হলেও কমছে। আর এমন অঝর বৃষ্টির অপেক্ষায়ই ছিলাম- যেন মন ভরে একটু ভিজতে পারি।
ফারিনের বন্ধু সায়েম জানান, গত দুই তিন দিন যে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিলো- তাতে তো ভেজা দূরের কথা উল্টো গরম আরো বেড়েছে। আজকের অঝর বৃষ্টি দেখে আর তর সইলো না। ভিজেই শান্তি লাগছে।
রিকশা চালক সানাউল বলেন, গরমে এই কয় দিন শরীর খারাপ হয়ে আসছিলো। বৃষ্টিটা কিছুটা শান্তি দিলো। মনে হচেছ এই বৃষ্টিতে কোন রিকশা চালকই বসে নাই, বৃষ্টিতে ভিজেই সবাই রিকশা চালাচ্ছে। যাত্রীরাও ভিজে ভিজে যার যার গন্তব্যে যাচ্ছেন।
টানা প্রায় চার ঘন্টার বৃষ্টিতে কর্মজীবনে কিছুটা বিরতি আসে। অনেকে আবার ভিজে যাবার ভয়ে রাস্তার পাশে ছাউনিতে কিংবা দোকানপাটের নিচে আশ্রয় নেয়। নগরীর বেশ কয়েকটি সড়কে পানি জমে। তবে এতদিন পর স্বস্তির বৃষ্টিতে যেন কারো কোন অভিযোগ নেই।
জেলা আবহাওয়া কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইয়া জানান, সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লায় ২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও এরচেয়ে বেশিও বৃষ্টিপাত হয়ে থাকতে পারে। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগষ্ট পুরো মাস কুমিল্লা জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে। তবে গত কয়েক দিনের তাপমাত্রা অনেকটাই কমে এখন সহনীয় পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে।