ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভিক্টোরিয়া কলেজের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রীনিবাসের নতুন ভবন উদ্বোধন
Published : Tuesday, 26 July, 2022 at 8:26 PM, Update: 26.07.2022 9:21:49 PM
ভিক্টোরিয়া কলেজের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রীনিবাসের নতুন ভবন উদ্বোধনকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রীনিবাসের নবনির্মিত পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়। নতুন ভবনে আবাসন পেয়েছেন ভিক্টোরিয়া কলেজের ১৩২ জন ছাত্রী। মঙ্গলবার (২৬ জুলাই) নতুন ভবনের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার। 

 উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ইউনুস মিয়া, নবাব ফয়জুন্নেসা হলের তত্বাবধায়ক মাসুদা বেগম তোফা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, হলের সহ-তত্বাবধায়ক নিশাদ পারভীন, ছাত্রলীগের ভিক্টোরিয়া কলেজের আহবায়ক কাজী সায়েমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা । 

ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, নওয়াব ফয়জুন্নেসা ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম। তিনি নারীশিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হয়েছেন। তোমরা নওয়াব ফয়জুন্নেসার মতো আলো ছড়াও। কুমিল্লার মেয়েরা পিছিয়ে থাকতে পারে না। এ ভিক্টোরিয়া কলেজের জন্য যা যা করা দরকার। সব করে দেবো। এ কলেজে ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবন হবে। 
 
উল্লেখ্য, পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনটি ২০১৬ সালের ২৪ জুন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। নিমার্ণে কাজে তদারকি করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।  


 ১৮৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১৯৬২ সালে ডিগ্রি শাখা ধর্মপুর স্থানান্তরের পর ১৯৯০ সালে ছাত্রীদের জন্য নবাব ফয়জুন্নেসা হল চালু করা হয়।