ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার দুই উপজেলায় টিটিসি উদ্বোধন আজ
Published : Thursday, 28 July, 2022 at 12:00 AM, Update: 28.07.2022 1:13:06 AM
কুমিল্লার দুই উপজেলায় টিটিসি উদ্বোধন আজতানভীর দিপু:
কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে দু’টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) উদ্বোধন হবে আজ। কারিগরি প্রশিক্ষণে কুমিল্লা জেলায় শুরু হতে যাচ্ছে নতুন দিগন্ত। নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামসহ সারা দেশে ২৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এক সাথে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন এখানকার সংশ্লিষ্টরা। আগামী এক মাসের মধ্যে এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কাজ পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 বিএমইটি সূত্র জানায়, উদ্বোধনের পর দেশে বিদেশে চাহিদা অনুযায়ী এসব প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী কমপক্ষে ২০টি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে ড্রাইভিং, কম্পিউটার, গার্মেন্টস, অটোমোবাইল, রেফ্রিজারেটর, ইলেকট্রিক্যাল,  ইলেকট্রনিক্স, সিএনসি, আরপিএল ইত্যাদি। এজন্য প্রতিটি টিটিসি’তে বার্ষিক কমপক্ষে এক হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। কোর্সগুলোর মেয়াদ হবে সর্বনিম্ন চার মাস থেকে সর্বোচ্চ দুই বছর। শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাস।
কুমিল্লা সদর উপজেলার টিটিসি-এর অধ্যক্ষ কামরুজ্জামান জানান, কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে শুরু হতে যাওয়া দুই টি টিটিসি থেকে প্রতিবছর অন্তত চার হাজার প্রশিক্ষিত জনশক্তি বের হবেন। যারা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশে এবং বৈদেশিক কর্মসংস্থানে ভূমিকা রাখবেন।  
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, বিশ্ব শ্রম বাজারে দক্ষ কর্মী প্রেরণ এবং দেশে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করছে সরকার।দেশের চাহিদা মিটিয়ে বিদেশে দক্ষ জনশক্তির প্রেরণের নিমিত্ত টিটিসি নির্মাণ করা হচ্ছে যাতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে পারে।  প্রশিক্ষিত কর্মীরা বিদেশে গিয়ে অধিক উপার্জন করে অধিক রেমিট্যান্স দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে পারবে।
জানা গেছে, নতুন তৈরি এসব টিটিসিতে আবাসন ব্যবস্থা রয়েছে। একসঙ্গে ৬৫ জন এখানে থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। তবে দূর থেকে যারা আসবেন তারাই এখানে থাকার সুযোগ পাবেন।
২৪টি টিটিসি যেসব উপজেলায় হচ্ছে সেগুলো হলো- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি, রংপুরের পীরগঞ্জে ও গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবনার সুজানগর,  নরসিংদীর মনোহরদী, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ, মুন্সীগঞ্জ সদর, দিনাজপুরের খানসামা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নগরকান্দায়, খুলনার দিঘলিয়া, ময়মনসিংহের হালুয়াঘাটে, যশোরের কেশবপুরে, চট্টগ্রামের রাউজান ও সন্দ্বীপে, কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে, গাজীপুরের কাপাসিয়ায়, শেরপুর সদরে, টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুরে, লালমনিরহাটের হাতীবান্ধা এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা।