২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে স্বেচ্ছাসেবকলীগের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মোঃ হুমায়ুন কবির মানিক
Published : Thursday, 28 July, 2022 at 12:49 PM
২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেলে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, কাউন্সিলর অ্যাডভোকেট মাসুদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক টুটুল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।