ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি
তানভীর দিপু
Published : Thursday, 28 July, 2022 at 2:10 PM, Update: 28.07.2022 3:38:29 PM
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতিঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত কমপক্ষে ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীর গতিতে চলছে। কোথাও কোথাও এই ধীরগতি যানজটে পরিনত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে আটকে থাকা বহু যাত্রী। জানা গেছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর রাতে দাউদকান্দির মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি রাস্তায় পড়ে যায়। এ কারণে দুই লেনের একটি বন্ধ হয়ে যায়। এরপর ওই সড়কে এ যানজট সৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনাকবলি লরিটি সরিয়ে নেবার পর দীর্ঘ ধীর গতি যানবাহনের সারি তৈরী হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন জানান, ইলিয়গঞ্জের দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করা হয়েছে। এখন কুমিল্লা-ঢাকা লেনে কিছুা যানজট আছে। যানজট কমিয়ে আনার বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নমতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুপুরে জানান, এখন যানজট নেই। তবে যানবাহনের ধীরগতি আছে। এটা দ্রুত নিরসন হয়ে যাবে।