চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এমইএস কলেজের শিক্ষার্থী জিয়াউল হক সজীব। বড় ছেলেকে হারিয়ে পাগলপ্রায় সজীবের বাবা। মরদেহ নিতে এসে হাসপাতালে বিলাপ করছেন সজীবের ছোটভাই মুজিবুল হক তৌসিফ।
আহাজারি করে তিনি বলেন, আমার ভাইকে না নিয়ে আল্লাহ আমাকে কেন নিলো না?
শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিহতদের পরিবারের সদস্যদের এভাবেই বিলাপ করতে দেখা যায়।
সজীবের বাবা আবদুল হামিদ জানান, ২০১৮ সালে এমইএস কলেজে গণিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হন সজীব। এরপর করোনার কারণে পরিবারে অর্থাভাব শুরু হয়। এ কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। দুই ভাই ও তিন বোনের মধ্যে সজীব বড় বলেও জানান তার বাবা।
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারে। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, হাটহাজারী থেকে আসা ওই মাইক্রোবাসে মোট ১৪-১৫ জন ছিলেন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা যান। কেবল একজন অক্ষত আছেন। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।