Published : Sunday, 31 July, 2022 at 12:00 AM, Update: 31.07.2022 2:03:42 AM
সাঈদ হাসান, কুবি ||
গুচ্ছ
পদ্ধতিতে অনুষ্ঠিত কুমিল্লা কেন্দ্রের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
হয়েছে। 'এ' ইউনিটে ৯ হাজার ১১ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৭৬ জন। এতে
অনুপস্থিতির হার ৫ শতাংশ।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ থেকে ১টায় ৯টি
কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গুচ্ছ পদ্ধেিত ভর্তি পরীক্ষা নিয়ে
নানা প্রতিক্রিয়া দেখা যায় ভর্তিচ্ছুকদের মাঝে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রে উপস্থিত ছিলেন ৮৫৩৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৫ শতাংশ। 'এ'
ইউনিটের আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি
পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ভোগান্তি
বাড়ছে বলে মনে করেন পরীক্ষার্থীরা। তারেক নামের এক পরীক্ষার্থী বলেন, গুচ্ছ
পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় আমরা নিজের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবনা।
এছাড়া ব্যবস্থাপনায় আরো সচেতন হওয়ার প্রয়োজন ছিল।
এদিকে কোন
পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস,
সিম/ক্রেডিট কার্ড বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ
করতে পারবে না এমন নির্দেশনা থাকলে কয়েকটি কেন্দ্রে ডিভাইস নিয়ে প্রবেশ করে
শিক্ষার্থীরা। পরে হল পরিদর্শন করে ডিভাইস উদ্ধার করে দায়িত্বরত শিক্ষকরা।
জানা যায় কনিক্যাল ট্রেনিং সেন্ট্রার ও কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল
কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ
কেন্দ্রের সমন্বয়ক ড. মিজানুর রহমান বলেন, প্রধান ফটক দিয়ে পরিক্ষার্থীরা
কেন্দ্রে প্রবেশকালে পরিক্ষার্থীদের চাপে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। তখন
কিছু পরিক্ষার্থী পুলিশ এবং বিএনসিসি কর্মীদের পাশ কেটে কেন্দ্রে ঢুকে পড়ে।
তবে পরীক্ষা শুরুর পূর্বেই আমরা প্রতিটা কক্ষে গিয়ে তাদের কাছ থেকে
ইলেক্ট্রনিক ডিভাইস গুলো চেকিং দিয়ে উদ্ধার করি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল
মঈন বলেন, কেন্দ্র পর্যবেক্ষণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন জানান, সুষ্ঠু পরীক্ষা গ্রহণ ও জালিয়াতি
প্রতিরোধে আমরা সতর্ক রয়েছি। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ম্যাজিস্ট্রেট ও পুলিশ সবকিছু পর্যবেক্ষণ করতেছে। এখনো পর্যন্ত আমরা সবকিছু
সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি নির্বিঘ্ন ভাবে পরীক্ষা শেষ করতে
পারবো।