ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিএনপির মুখে বিদ্যুতের সমালোচনা মানায় না: তথ্যমন্ত্রী
Published : Saturday, 30 July, 2022 at 7:37 PM
বিএনপির মুখে বিদ্যুতের সমালোচনা মানায় না: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেভাবে বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে তাতে মনে হচ্ছে তাদের প্রতীক বদলে গেছে। বিএনপির মুখে বিদ্যুতের কথা মানায় না। তাদের আমলে মানুষ অন্ধকারে ছিল। এখন তারা বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলেন।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি গতবারের মত বিএনপি এবারেও নির্বাচনে অংশ নেবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সব সময় নির্বাচনকে এড়িয়ে চলে। কারণ জনগণ সব সময় তাদের প্রত্যাখ্যান করেছে। সে কারণে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বিএনপিকে। ২০১৮ সালে বিএনপি সব দলের সঙ্গে ঐক্য করে নির্বাচনে অংশ নিয়ে মাত্র পাঁচ আসন পায় তারা। এতে প্রমাণিত হয় তাদের জনপ্রিয়তা কতটুকু। এ জন্য বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে যেমন নির্বাচনী ট্রেন থেমে থাকেনি এবারও থামবে না। কে আসল না আসল এটা দেখার বিষয় নয়। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা হোসনে আরা লুৎফা, সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।