পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পাস করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাড়ি চালক হতে গিয়ে অবশেষে ধরা পড়েছেন শেরপুরের নজরুল ইসলাম।
সোমবার (১ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ। তিনি বলেন, এর আগে নৈমিত্তিক ও লিখিত পরীক্ষা যিনি দিয়েছেন, তার সঙ্গে আজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীর মিল নেই। সে কারণেই সন্দেহ হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শুধু তাই নয় পরীক্ষার্থী নজরুল ইসলাম নিজেও জালিয়াতির কথা লিখিতভাবে স্বীকার করেছেন। একইসঙ্গে এমন কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন বলে জানা গেছে।
দুর্নীতি দমন কমিশনের গাড়ি চালকের শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত ২৩ জুলাই অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য বিবেচিত যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করে সংস্থাটি। তাদেরই মৌখিক পরীক্ষা ছিল আজ।