ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিন পেছালো টিসিবির পণ্য বিক্রি
Published : Monday, 1 August, 2022 at 12:53 PM
একদিন পেছালো টিসিবির পণ্য বিক্রি সারাদেশে ভর্তুকি মূল্যে সোমবার থেকে টিসিবি’র পণ্য বিক্রি করার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উদ্বোধনের পর সংস্থাটির পণ্য পাবেন ক্রেতারা।
সোমবার সকালে টিসিবি জানায়, এদিন টিসিবির ডিলাররা পণ্য বরাদ্দ পাবেন। বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে মঙ্গলবার।

রোববার টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছিল, সোমবার থেকে  নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

এবার আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। একজন ডিলারকে দেওয়া হবে চার ট্রাক সমপরিমাণ পণ্য।

ঢাকাতে কার্ডের মাধ্যমে পণ্য পাবেন ১৩ লাখ মানুষ। আর সারাদেশে ৮৮ লাখ মানুষকে দেওয়া হবে টিসিবির পণ্য।

টিসিবি জানায়, এই দফায় নিম্নআয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।

ঢাকা মহানগরীসহ সারাদেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন।