ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তৃণমূলের নেতাকর্মীরাই ষড়যন্ত্র মোকাবেলা করবে:মুজিবুল হক এমপি
Published : Sunday, 31 July, 2022 at 8:54 PM
তৃণমূলের নেতাকর্মীরাই ষড়যন্ত্র মোকাবেলা করবে:মুজিবুল হক এমপিকুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, তৃণমুলের নেতাকর্মীরাই আ’লীগের প্রাণ। প্রতিটি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নে কর্মী সংগ্রহ করার জন্য আ’লীগের নেতাদের সক্রিয় ভুমিকা পালন করতে হবে। আগামী দেড় বছর পর জাতীয় নির্বাচন। এখন থেকেই নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। চৌদ্দগ্রামে সব সময় নির্বাচন এলে একটি মহল ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত হন। মূলধারার বাইরে গিয়ে গুটি কয়েক ব্যক্তি এই ষড়যন্ত্রের সাথে জড়িত হয়। কেন্দ্রীয় সাবেক নেতা থেকে শুরু করে যারাই এসব ষড়যন্ত্র করেছেন, কেউ সফল হননি। আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সংগঠিত তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। 
 রোববার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘির পায়েরখোলা হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথদিঘী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, সুপ্রিম কোর্টের আব্দুল মান্নান ভূঁইয়াসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইছহাক খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহম্মেদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, চিওড়া ইউপির সাবেক চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, উপজেলা আ’লীগ নেতা খোরশেদ আলম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা যুবলীগ নেতা আরস মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, যুবলীগ নেতা আবুল কাশেম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ হোসেন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, ইউনিয়ন আ’লীগ নেতা মাহমুদুন নবী ডিউক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন।