ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিরসরাইয়ের ট্রেন দুর্ঘটনা হাইকোর্টের নজরে, রিটের পরামর্শ
Published : Sunday, 31 July, 2022 at 2:55 PM
মিরসরাইয়ের ট্রেন দুর্ঘটনা হাইকোর্টের নজরে, রিটের পরামর্শচট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছে।

এসময় এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে আর্জি জানানো হয়। পরে এ বিষয়ে রিট করার পরামর্শ দেন হাইকোর্ট।

রোববার (৩১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল।