ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্যয়ের চেয়ে আয় বেশি জাতীয় পার্টির
Published : Sunday, 31 July, 2022 at 2:28 PM
ব্যয়ের চেয়ে আয় বেশি জাতীয় পার্টিরক্ষমতাসীন আওয়ামী লীগের পর বিরোধী দল ২০২১ সালে জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশি করেছে। 

গত বছর ব্যাংক জমা সহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থীতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা। 

রবিবার জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম ভূইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গত একবছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন  জমা দেন। যদিও দলটির আয়ের ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।
এর আগে আওয়ামী লীগ নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করেছে। ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মােট আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ২০২০ পঞ্জিকা বছরে মােট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি হয়েছে।