ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর বিভাগ
Published : Sunday, 31 July, 2022 at 2:01 PM
ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর বিভাগবৃষ্টিস্নাত সকালে ভূমিকম্পে রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলা কেঁপে উঠেছে। রবিবার সকাল ৬টা ২৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ রিখটার স্কেল। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে ৫২৫ কিলোমিটার উত্তরে নেপালের ভোজপুরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের রংপুর বিভাগ ও ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে। 

রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ,নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি হয়নি।