ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭ বছর আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা
Published : Sunday, 31 July, 2022 at 5:04 PM
৭ বছর আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা  কখনও সবজি বিক্রেতা, ভ্যান ও রিকশাচালক, আবার কখনও হোটেল কর্মচারী বেশে আত্মগোপনে থেকেও হয়নি শেষ রক্ষা। সাত বছরের মাথায় র‌্যাবের হাতে ধরা পড়েছে মানিকগঞ্জের চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম (৪২)।

রবিবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লে. কমান্ডার আরিফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিচয় গোপনে এক জায়গায় বেশি দিন থাকতেন না নজরুল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। শেষ পর্যন্ত র‌্যাব তাকে গ্রেফতার করেছে। 

তিনি আরও বলেন, শনিবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ছিলেন। পরিচয় গোপন করতে ঘন ঘন পেশা বদলাতেন।

লে. কমান্ডার আরিফুর রহমান আরও বলেন, ২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুর উপজেলার কদমতলি গ্রামের রিকশাচালক ইদ্রিস আলী খুন হন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় প্রথমে গলায় নাইলনের (প্লাস্টিকের) রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর জবাই করা হয় তাকে। এ মামলায় ২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার ও কথিত প্রেমিক নজরুল ইসলামকে মৃত্যদণ্ড দেন।