মিরসরাইয়ের ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া সাত জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে তাছমির হাসান পাভেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
রোববার (৩১ জুলাই) দুপুরে তিনি বলেন, পাভেল বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। তবে তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে বলা যায়। এছাড়া হৃদয় নামে এক জনের জ্ঞান ছিল না, তার জ্ঞান ফিরেছে। আহত অন্যরাও মোটামুটি আশঙ্কামুক্ত। তবে তারা সবাই সাইকোলজিক্যাল ট্রমায় ভুগছেন।
শামীম আহসান বলেন, আহতদের মধ্যে পাঁচজন চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ও একজন ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
উল্লেখ্য, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। এ ঘটনায় সাত জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
তারা হাটহাজারী জুগিরহাট আর অ্যান্ড জে কোচিং সেন্টার থেকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় গিয়েছিল। ঝরনা থেকে ফিরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।