ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নৌকা নিয়ে বিলে গেল পাঁচ বন্ধু, নাহিদ ফিরল লাশ হয়ে
Published : Saturday, 6 August, 2022 at 12:56 PM
নৌকা নিয়ে বিলে গেল পাঁচ বন্ধু, নাহিদ ফিরল লাশ হয়ে শেরপুরের ঝিনাইগাতীতে কাটাখালি বিলে পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে নৌকাডুবে রওনক নাহিদ নামে এক বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের এ ঘটনা ঘটে।   
মৃত নাহিদ শেরপুরের সজবরখিলা মহল্লার মহিউদ্দিন আহমেদ মামুনের ছেলে। সে শহরের আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু রওনক নাহিদ, নিনাদ, পরশ, প্রান্তিক ও উদয় মিলে ঝিনাইগাতীর কাটাখালি বিলে যায়। সেখানে তারা একটি ছোট নৌকা ভাড়া করে। নৌকাটিতে দুজন স্থানীয় মাঝি ছিলেন। বিলের মাঝামাঝি গিয়ে নৌকার ভেতর পানি উঠতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। ওই সময় রওনক নাহিদসহ পাঁচ বন্ধুই পানিতে ডুবে যায়। পরে মাঝিসহ স্থানীয়রা পানিতে নেমে চারজনকে জীবিত উদ্ধার করলেও মারা যায় রওনক। 

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আমরা ঘটনার কথা শুনেছি। নাহিদের লাশ নিয়ে তার বন্ধু ও স্বজনরা শেরপুর শহরের বাসায় চলে গেছেন।    

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ঘটনাটি শুনেছি। মৃত স্কুলছাত্রের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলা যাবে।