নারায়ণগঞ্জের কুমুদিনী এলাকার ছয় নম্বর পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৬ আগস্ট) বেলা সোয়া ১১টায় লাগা আগুন নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
তবে এখনো আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার ফাইটাররা এমনটি জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
কুমুদিনী পাট গুদামের শ্রমিক সরদার নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি ও অন্যান্য শ্রমিক পাশের একটি গুদামে কাজ করছিলাম। হঠাৎ ৬ নম্বর গুদাম থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে আমরা নিজেরা চেষ্টা করি পানি ও বালু দিয়ে, তাতে কাজ হয়নি। পাটজাত পণ্য হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে খবর পাই, কুমুদিনী পাটের গুদামে আগুন লেগেছ। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই এলাকায় আরও ৩০-৪০টি গুদাম রয়েছে। পার্শ্ববর্তী গুদামে যেন আগুন ছড়িয়ে যেতে না পারে, সেই লক্ষে কাজ করেছে ফায়ার ফাইটাররা।
তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে গুদাম মালিকের কাছ থেকে যতটুকু জেনেছি, ওই গুদামে প্রায় ১০ হাজার মণ পাট মজুত করা ছিল।