Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM, Update: 07.08.2022 12:25:15 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায়
অভিযুক্ত শিক্ষক আব্দুর রবকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৬ আগস্ট) তাকে
আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার। এর আগে শনিবার সকালে নিহত
মাদ্রাসাছাত্র মো. সিহাবের পিতা শুকুর আলী বাদী হয়ে আব্দুর রবকে প্রধান
আসামি করে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওসি ইকবাল বাহার জানান,
মাদ্রাসার ছাত্র সিহাবের মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক
আবদুর রবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেত্রাঘাতের বিষয়টি
স্বীকার করেন তিনি। শনিবার সকালে সিহাবের পিতা থানায় মামলা করলে ওই মামলায়
আটক আব্দুর রবকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুপুরে তাকে আদালতে তোলা হলে
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, কুমিল্লার বরুড়া
উপজেলার মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক আব্দুর রবের
বেত্রাঘাতে সিহাব হোসেন (১১) নামে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠে।
সিহাব উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের ডিলার বাড়ির শুকুর আলী ডিলারের
ছেলে। সে নুরানি শিক্ষা গ্রহণ করছিল। মারধরের কয়েকদিন পর শুক্রবার (৫
আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু
হয়।