কুমিল্লায় ১৪৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ০৭ আগস্ট রবিবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার কমলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া গ্রামের মোঃ ইউনুস মিয়া’র ছেলে মোঃ আব্দুর রহিম(৩২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
র্যাব জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজির ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।