তানভীর দিপু:
কৃষিমন্ত্রী
ড. মোঃ আবদুর রাজ্জাক বলেছেন, আমরা রিজার্ভ নিয়ে শংকিত নই, কিন্তু
ভবিষ্যতে কিছু হতে পারে তাই আমরা সাবধান আছি। চলমান মেগাপ্রকল্প গুলো চলবে,
আর যে গুলো খুব জরুরী নয় সেগুলো ধীরগতিতে চলবে। জ¦ালানি ও সারের দাম
বৃদ্ধি উৎপাদনে প্রভাব ফেলবে না। তবে কৃষকের লাভ কিছুটা কম হলেও সামনে বোরো
আবাদে কৃষকদের প্রণোদণার বিষয়টি বিবেচনা করা হবে। বৈশি^ক সংকটের কারণেই
এখন আমাদের সাবধান হতে হচ্ছে, তবে সাশ্রয়ী হলে এই সংকট সহজে মোকাবেলা করতে
পারবো।
রবিবার (৭ আগস্ট) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ধান
গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়
সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং রাঙ্গামাটি অঞ্চলের বিদ্যমান শস্য বিন্যাসে
তৈল ফসলের অন্তর্ভূক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদনবৃদ্ধি
শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন
মন্ত্রী।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের
দাম বৃদ্ধির কারণে কৃষিতে অবশ্যই এটার প্রভাব পড়বে। চাষিরা কষ্ট করে হলেও
চাষ করবে। তারা এবার লাভ কম করে হলেও চাষ করবেন। কারণ খরচ বৃদ্ধি পাবে। তাই
লাভ কম হলেও উৎপাদন কমবে না। এদেশের কৃষকরা এত ত্যাগী, তারা বউয়ের গলার
হার, কানের দুল বিক্রি করেও চাষাবাদ করে। তারা গরু ছাগল বিক্রি করে সার
কিনে ফসল উৎপাদন করে।
তেলের দাম করবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী
বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হয়ে গেলেই
তেলের দাম কমে আসতে পারে। দেশটাকে তো আমরা ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না।
এখন যে তেলে যে পরিমান ভর্তুকি দিতে হচ্ছে- তা দিলে দেশে বৈদেশিক মুদ্রা
রিজার্ভেও পরিমান একদম কমে যাবে। তখন সারা জাতি একটা হুমকির মুখে পড়বে।
তারচেয়ে বরং আমরা এখন থেকেই কিছুটা সাশ্রয় করি। আমরা সাবধান হই। সারা
জাতিকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে যেন তেল বিদ্যুত কম খরচ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি
কর্পোরেশন
আরফানুল হক রিফাত, মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের
চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক
মো . বেনজির আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ
সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান
কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সরেজমিন উইং. হাবিবুর রহমান
চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলার
পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট, কুমিল্লা,
চট্টগ্রাম এবং রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালকগণ।