গোল-উৎসবে মেতে গাম্পার ট্রফি জিতল বার্সা
Published : Tuesday, 9 August, 2022 at 12:00 AM
জোয়ান
গাম্পার ট্রফির ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাস উনামের বিপক্ষে গোল উৎসব
করেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রবিবার রাতে মেক্সিকোর ক্লাবটিকে ৬-০
গোলে উড়িয়ে দিয়েছে জাভির দল। ম্যাচটিতে জোড়া গোল পেয়েছেন তরুণ তারকা
পেদ্রি। এছাড়া একবার করে বল জালে জড়িয়ে উৎসবে সামিল হয়েছেন রবার্ট
লেভানদোস্কি, উসমানে দেম্বেলে, পিয়েরে এমেরিক আউবেমেয়াং ও ফ্রেংকি ডি ইয়ং।
ম্যাচ
শুরুতেই দাপটা দেখাতে শুরু করে বার্সেলোনা। তিন মিনিটের মধ্যেই কাতালান
ক্লাবটির হয়ে নিজের প্রথম গোল পান লেভানদোস্কি। তার গোলের পর ম্যাচের প্রথম
২০ মিনিটের মধ্যে আরো তিনবার পুমাসের জাল কাঁপায় স্বাগতিক বার্সেলোনা। ৫
এবং ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি এবং দশম মিনিটে উসমান দেম্বেলে বল জালে
জড়ালে তখনই ম্যাচ থেকে ছিটকে যায় মেক্সিকান অতিথিরা।
তিন গোলে এগিয়ে
থেকেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটের সময় গোল উৎসবে যোগ
দেন আউবেমেয়াং। ম্যাচের শেষ দিকে গিয়ে ৮৪ মিনিটে পুমাসের কফিনে শেষ পেরেক
ঠুকে দেন ফ্রেংকি ডি ইয়ং।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও
সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে
বার্সেলোনা। এবার হলো এটির ৫৭তম আসর। এই ম্যাচে শুরুতে খেলার কথা ছিল
রোমার। তবে প্রস্তুতিপর্বে খেলোয়াড়দের 'ভ্রমণক্লান্তি কমানোর' উদ্দেশ্যে
সরে দাঁড়ায় তারা। এরপরই মেক্সিকোর পুমাসকে আমন্ত্রণ জানায় বার্সেলোনা।
ম্যাচ শুরুর আগে ক্লাবের সাবেক তারকা ডিফেন্ডার ও অনেক সাফল্যের কারিগর
দানি আলভেসকে সম্মানিত করে বার্সেলোনা। দলটির হয়ে ৪৩১টি ম্যাচ খেলা
ব্রাজিলিয়ান রাইট-ব্যাকের হাতে '৪৩১' নম্বর জার্সি তুলে দেন ক্লাব সভাপতি
হুয়ান লাপোর্তা।