ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালিত
Published : Tuesday, 9 August, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘মহয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল খন্দকার।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক এন এ মুরাদ, ফয়জুল ইসলাম ফয়সাল ও আরিফ গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বাবলম্বী করার লক্ষে গরিব, দু:স্থ ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।