ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে যুব মহিলা লীগের দোয়া ও আলোচনা সভা
Published : Tuesday, 9 August, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার  ||
দেবীদ্বারে কুমিল্লা (উঃ) জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দেবীদ্বার ফুলগাছতলা ভুইয়া কমিউনিটি সেন্টারে সোমবার বেলা ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা (উঃ) জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়িকা সাহিদা ইসলাম ডলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান একেএম শফিকুল আলম ভিপি কামাল এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন কুমিল্লা (উঃ) জেলা মহিলা যুব লীগের আহবায়ক তাসলিমা চৌধুরী সিমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য হাজী মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়িকা সাহিদা আক্তার সাকি, সদস্য আয়েশা আক্তার কলি, রাশিদা ফেরদৌসী, পলি আক্তার, কাজল আক্তার, দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সদস্য ইফতেখারুল আলম তুষার, দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন ডালিম, পৌর আওয়ামীলীগ সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সুজিত পোদ্দার, আনোয়ার টিটু প্রমুখ।
সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারা জাতির জনকের সহধর্মিণী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা তুলে ধরে যুব মহিলা লীগের সকল সদস্যকে উনার জীবনের আলোকিত কার্যক্রম অনুসরণ করার আহ্বান করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।