স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপকরণ ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ
Published : Tuesday, 9 August, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মেয়েদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপকরণ ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে।
নিউইর্য়াকের প্রবাসী চিকিৎসক ও শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের অর্থায়নে সোমবার সকালে দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শেষে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। বিতরণ শেষে একজন বিশেষজ্ঞ নারী চিকিৎসক মেয়েদের স্বাস্থ্য সচেতনতার নানা সমস্যার কথা শুনেন এবং সমস্যার সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার উপজেলা শাখার আহবায়ক মোসা. রাশেদা আক্তার, সদস্য সচিব মো. আবদুর রহমান, দেবিদ্বার উপডজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মোসা. শাহীনুর লিপি, শ্রমিকলীগ নেতা মো. আবদুর রাজ্জাক, সদস্য মো. মনিরুল ইসলাম, নুরুনাহার, সাইফুল ইসলামসহ আরও অনেকে।
ডা. ফেরদৌস খন্দকার জানান, উপজেলায় সবগুলো মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ১২-১৬ বছরের মেয়েদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলার কয়েকটি বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচী শুরু করা হয়েছে।