ইউরোপের ইরাসমাস স্কলারশিপ পেলেন ১৫১ বাংলাদেশি শিক্ষার্থী
Published : Friday, 12 August, 2022 at 12:00 AM
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন বাংলাদেশের ১৫১ শিক্ষার্থী। তারা এ স্কলারশিপের আওতায় ইউরোপের বিভিন্ন শহরের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এই শিক্ষার্থীদের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন ও এই জোটের সদস্য দেশগুলো।
অনুষ্ঠানে জানানো হয়, মানুষে মানুষে যোগাযোগ ও বোঝাপড়াকে উৎসাহিত করতে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মতো পতাকাবাহী কর্মসূচিগুলো বড় ভূমিকা রাখতে পারে এবং রাখা উচিত।
এ কর্মসূচিতে ২০২১-২০২৭ মেয়াদে বরাদ্দ বাড়িয়ে ২৬ দশমিক ২ মিলিয়ন পাউন্ড (৩২ মিলিয়ন ডলার) করা হয়েছে।
স্কলারশিপের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন শহরে তাদের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে ডাটা সায়েন্স, প্রকৌশল, জলবায়ু পরিবর্তন, জেন্ডার স্টাডিজ, সার্কুলার ইকোনমি, জনস্বাস্থ্য, জননীতি, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।
স্কলারশিপের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীরা বাংলাদেশে কাজে লাগাবেন, যা ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সহায়তা করবে বলে আশা করা যায়।