ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবির হল থেকে চুরির করার সময় আটক ৩
Published : Friday, 12 August, 2022 at 12:00 AM, Update: 12.08.2022 12:34:21 AM
কুবির হল থেকে চুরির করার সময় আটক ৩কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের তিন তলা থেকে স্যানিটারি সরঞ্জাম চুরির সময় ৩জনকে আটক করা হয়েছে। আটক তিনজনই শিশু বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, বঙ্গবন্ধু হলের সম্প্রসারিত অংশের চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষ থেকে গত ৯ আগস্ট লোকপ্রশাসন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদের মোবাইল চুরি হয়ে যায়। এর আগে আরো কয়েকজনের মানিব্যাগ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া পায়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাফেটেরিয়া থেকে ২৭ টি পানির ট্যাপ ও বিভিন্ন স্যানিটারি সরঞ্জাম চুরির অভিযোগ পাওয়া যায়।
আটককৃতরা হলো আপন (১৩), সাব্বির (১৪), সবুজ ( ৯)। এছাড়া পলাশ, মাহিন সহ আরো ২/৩ জনকে আটক করা যায়নি। তাদের দেওয়া তথ্যমতে, ৬ থেকে ৭ জনের চক্রটি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মোবাইল, মানিব্যাগ এবং হল ও ক্যাফেটেরিয়ার ওয়াশরুম থেকে পানির ট্যাপ চুরি করার পর হান্নান নামের ফেরিওয়ালার কাছে বিক্রি করে। পরে হান্নান এসব পানির ট্যাপ পদুয়ার বাজার বিশ্বরোডে বড় ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেয়।
সহকারী প্রক্টর ফয়জুল ইসলাম বলেন, আটককৃতরা চুরির বিষয়টি স্বীকার করে কিন্তু তাদের বয়স অনেক ছোট হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি তবে পুলিশের উপস্তিতিতে তাদের অভিভাবক থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল ইসলাম বলেন, হলের পানির ট্যাপ চুরির সত্যতা পেয়েছি। একটি ট্যাপ তাদের থেকে উদ্ধার করা যায়। অভিযুক্তরা শিশু হওয়ায় পুলিশের উপস্তিতিতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে মানি ব্যাগ ও মোবাইল ফেরত দিতে বলা হয়েছে, তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।