ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কর্মসূচি
Published : Monday, 15 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকি। ১৯৭৫ সালের পনের আগস্ট রাতে নৃশংস ভাবে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শহীদ হন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ আরো ১৬ জন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে। দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।  
দিবসটি উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবন সমূহে পতাকাবিধি অনুসারে জাতীয় পতাকা অর্ধনিমিত করা হবে। সকাল ৯ টায় নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হবে। বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করা হবে। বিকাল ৫ টায় টাউন হলে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে সকাল সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীর রামঘাট এলাকায় মহানগর আওয়ামীলীগ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মহনগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহন করবেন। এছাড়াও নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালেও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সূচী রয়েছে।
এছাড়া দক্ষিণ জেলা আওয়ামীলীগও তাদের কার্যালয়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।