ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসাম সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন
Published : Monday, 15 August, 2022 at 10:28 PM
লাকসাম সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন মোঃ হুমায়ুন কবির মানিক।।
কুমিল্লার লাকসাম উপজেলা সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ঐদিন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে উপজেলা সাব-রেজিষ্ট্রি কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিষ্টার হুমায়ুন বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সামছল হক, সাংগঠনিক সম্পাদক ছানা উল্লাহ। নকলনবীশ মোঃ আবু সায়েমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ অহিদুর রহমান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সাব-রেজিষ্ট্রি মসজিদের ইমাম মাওলানা মাঈন উদ্দিন। অনুষ্ঠানে ঐ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।