রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এ সময় আহত হন আরো দুজন। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে ভিড় করে আছেন স্থানীয় ও পথচারী উৎসুক জনতা।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় ও পথচারী উৎসুক জনতা। এতে উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দেয়। তাদের উপস্থিতির ফলে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াসিন গাজী জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম চলছে। পুলিশ উৎসুক জনতার ভিড় কমাতে এবং চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।