লালমাইয়ে বৌদ্ধ বিহারে জাতীয় শোক দিবসে সমবেত প্রার্থনা ও আলোচনা
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
“স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২” পালন উপলক্ষে সমবেত প্রার্থনা ও বঙ্গবন্ধু কর্মজীবন, ধর্মীয় সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭ টায় আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে প্রার্থনা হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদদের পরলৌকিক শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে প্রার্থনা সভা শুরু করা হয়।
জাতির পিতাসহ সকল শহীদের পরলৌকিক শান্তি ও দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাথের প্রার্থনা পরিচালনা করেন।
জিনানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন। তিনি বঙ্গবন্ধুর কর্ম ও জীবন এর উপর আলোচনা করেন এবং জাতির পিতার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে আত্মনিবেদন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, পেরুল উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ কুমার সিংহ, সুজিত সিংহ, অজয় সিংহ ও সুমন সিংহ।