মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার:
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার হাজীপুরে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ আগস্ট সোমবার প্রধান কার্যালয় হাজীপুরে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী হাজী ফরহাদ হোসেনের নির্দেশনায় আহবায়ক আনোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম। বিশেষ অতিথি দাতা সদস্য মাওলানা আবদুল হাকিম, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (মেম্বার) দাতা সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল্লাহ ছফু, যুবলীগ নেতা শেখ নোমানসহ সকল সদস্য উপকারভোগী এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই জাতীয় শোক দিবস পালন করা হয়।
জাতীয় শোক দিবস উপলেক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় বঙ্গবন্ধুর জীবনী, তার রাজনৈতিক আর্দশ এবং রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করা হয়।
আহবায়ক আনোয়ার হোসেন বলেন, “বাঙালি জাতির মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা যিনি বাঙ্গালী জাতিকে পাকিস্তানি শোষণ হতে মুক্ত করতে পেরেছিলেন। এই মুক্তি এনে দিতে তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু আমরা এতই দুর্ভাগা জাতি যে কিছু স্বাধীনতাবিরোধী শক্তি ১৯৭৫ এর আজকের দিনে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ আরো অনেককে নির্মমভাবে হত্যা করে। ওইদিন তারা ছোট শেখ রাসেলকেও রেহাই দেয়নি। আমাদের সবার দলমত নির্বিশেষে জাতির পিতার আর্দশকে ধারন করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধে শামিল হতে হবে। মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন।