হোমনা- তিতাসে নানা কর্মসূচির মধ্য দিয়েজাতীয় শোক দিবস পালিত
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার হোমনা ও তিতাসে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ ই আগস্ট) সকালে হোমনা উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। পরে একে একে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
শেষ প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং বেকার যুবক যুবতীদের মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকা যুবঋন বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন'দে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, জেলা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ।
পরে দলীয় নেতাদের নিয়ে সেলিমা আহমাদ এমপি হোমনা-তিতাস দুই উপজেলায় আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনায় দিনভর প্রতিটি ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরণ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন।