ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজাপুর ইউনিয়ন এর চড়ানলে জাতীয় শোক দিবস পালন
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গত ১৫ আগস্ট সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালণ ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চড়ানল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল দোকানে এবং তাবারক বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রিহ্যাবের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার আল আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির মেম্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাড.শামীম খান, রাজাপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নোয়াব মিয়া মাষ্টার, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহাননগর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম বাবুল, ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা, গাজী আবুল বাশার। এসময় এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।