ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় শশীদল গার্লস হাই স্কুলে জাতীয় শোক দিবস পালন
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শশীদল গার্লস হাই স্কুল। সোমবার (১৫ আগস্ট) সকালে  দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুল ইসলাম মালুর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সেটেলাইটের ডিরেক্টর ও অত্র বিদ্যালয় এবং চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক কর কমিশনার ড. এস এম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান।
উপস্থিত ছিলেন সমাজ সেবক রফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মিনুয়ারা বেগম, জেবুন নাহার, জান্নাতুল মাওয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় ও শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ে মেন্টু সরকারের সভাপতিত্বে এবং শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সেটেলাইটের ডিরেক্টর ও সাবেক কর কমিশনার ড. এস এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের স্বরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।