ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গোমতী নদী একটি রাষ্ট্রীয় সম্পদ। যারা এ সম্পদকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ফসলি জমি থেকে ড্রেজার বন্ধে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় সহকারী কমিশনার জেল - জরিমানা করতে পারেন। এরপরও যদি না কমে তাহলে চিহ্নিতদের বিরুদ্ধে মামলা দিতে হবে। চুরি-ডাকাতি, ছিনতাই বন্ধ ও মাদক উদ্ধারে পুলিশ গেল কয়েক মাসে ভালো করেছে। পুলিশের এ কাজগুলো অব্যাহত থাকলে অন্যায় অপরাধ আরও কমে যাবে।
মাসিক সমন্বয় সভায় তিনি বলেন, সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার, বীজসহ অন্যান্য উপকরণ যাতে পৌছে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। যারা অসাধু উপায়ে কৃষি সরঞ্জাম যেমন, সার-বীজ মজুত ডিলার রয়েছে তাদের নিবন্ধন বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেন, এবিষয়টি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা তদারকি করবেন। রাস্তা-ঘাট সংস্কারের বিষয়ে তিনি বলেন, যে সকল ইউনিয়নের রাস্তা মেরামত করা দরকার সেগুলো তালিকা করে উপজেলা প্রকৌশল বিভাগ ব্যবস্থা নিবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সংস্কার, দেয়াল নির্মাণ, মাঠ ভরাটসহ উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেয়া হবে। এছাড়াও কয়েকটি জরাজীর্ণ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নাম সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আবদুর রউফ, সমাজ সেবা অফিসার মো. আবু তাহের, পৌর নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামসহ উপজেলার সকল অফিসারবৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যানগণ।