ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উৎস খেলাঘর আসরে জাতীয় শোক দিবস পালন
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উৎস খেলাঘর আসর বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ভোরে স্থানীয় গ্লোবাল ইউনিক একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় একাডেমী প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে। এরপর শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা ও তাঁর কর্মজীবনের উপর কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়- দেবোত্তম বহ্নি সেন, দ্বিতীয়- খাদিজাতুল ঝিনুক ও তৃতীয়- সিদরাতুল জাহান সিমরান। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়- আপন দেবনাথ, ২য়- মাইমুনা ইসলাম ইশা ও ৩য়- অদিতি সাহা।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎস খেলাঘর আসরের সভাপতি ও গ্লোবাল ইউনিক একাডেমীর অধ্যক্ষ উত্তম বহ্নি সেন, শোক দিবসের আলোচনা করেন অধ্যাপিকা মল্লিকা রাণী দে। বঙ্গবন্ধুকে নিবেদিত সংগীত পরিবেশন করে দেবোত্তম বহ্নি সেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আসরের সাধারণ সম্পাদক ও একাডেমীর সহকারী শিক্ষিকা মালবিকা দে। সবশেষে সকাল ১০টা ৩০মিনিটে উৎস খেলাঘর আসর ও গ্লোবাল ইউনিক একাডেমীর পক্ষ থেকে পৌর উদ্যানের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।