ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেলতলী উচ্চ বিদ্যালয়ে  আলোচনা সভা
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেলতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলী আক্কাস মজুমদার ও মো. শাহজাহানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।