১২৮ প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে ১২৮ প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ আগস্ট) অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫০ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৪৬টি জেলায় এসব অভিযান পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কামরাঙ্গীরচরসহ দেশব্যাপী মোট ৫৭টি বাজারে অভিযান চালিয়ে ১২১ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভোক্তাদের লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধি অভিযানে সহযোগিতা প্রদান করেন।