ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের আয়োজনে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল দোয়া
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
জাতির জনকের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বাজারের প্রধান প্রধান সড়কে শোক র‌্যালি ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার, বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ,  হাজী আলী আক্কাস তুহিন, মোঃ এরশাদ হোসেন ভূইয়া মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূইয়া, ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাসেল, ইমতিয়াজ আহমেদ ইমন, যুবলীগ নেতা সোলেমান হোসাইন, সফিকুর রহমান, বাবুল হোসেন, কাউসার আহাম্মদ, জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা  ইঞ্জি.সোহেল আহাম্মদ, তোফায়েল, আসিফ আকবর, বাকশীমূল ইউপি ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি এম হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব মহিলালীগঃ এসময় বুড়িচং উপজেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের মহিলা সদস্য লাভলী আক্তার, বুড়িচং যুগ্ম আহ্বায়ক ইসরত জাহান, সদস্য রিংকু আক্তার মেম্বার, নাজমা আক্তার মেম্বার, ফেরদৌসি আক্তার মেম্বার, হেলানা আক্তার মেম্বার, খালেদা আক্তার মুন্নীসহ সকল নেত্রীবৃন্দ।
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজঃ জাতির জনকের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে বুড়িচং এরশাদ ডিগ্রী  কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা কমপ্লেক্স বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সহকারি অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ, আবুল হাসেম, শিহাব উদ্দীন, সুমন মিত্র, সাইফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবু জাহের, অধ্যাপক কবির হোসেন, সহকারি লাইব্রেরিয়ান কামাল হোসেন, অমর কৃষ্ণ শীল, আবু কাউছার, মো. নজরুল ইসলামসহ সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া, দিবসটি পালন উপলক্ষে একটি চৌকস বিএনসিসি দল বিশেষ কুচকাওয়াজে অংশ নেয়।
আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজঃ জাতির জনকের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাজী মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ঃ- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক এম আবুল কাসেম, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ শাহ আলম বিএসসি, মাওলানা মোঃ রেজাউল করিম খান, হুমায়ুন কবির, মোঃ রমিজ উদ্দিন, রোমা আক্তার, বিপ্লব বিশ্বাস, রুহুল আমিন ও ফারজানা আক্তার প্রমুখ।