২৫ আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতাল
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে মঙ্গলবার পল্টন মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে বাম জোট। মিছিল শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এ সময় বাম জোটের নেতাকর্মীরা পুলিশের বাঁধা ভেঙে রাজপথে অবস্থান-সমাবেশ করে।
সমাবেশ থেকে এসব দাবি আদায়ে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
মিছিল শুরুর পূর্বে পল্টন মোড়ে ও শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে অবস্থান-সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের আহ্বায়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) নেতা বিধান দাশ।
সমাবেশে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বাম জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার। সমাবেশ থেকে পুলিশের ব্যারিকেড ও মিছিল প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত যেতে না দেওয়ায় নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে বাম জোটের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।