ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে জাতীয় শোকস দিবস পালন
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
গতকাল কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমিতা কচি-কাঁচা মেলার কর্মী বোন- জান্নাতুল নাইম মাহি। অনুষ্ঠান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদানদের আত্মার শান্তি কামনা করে দোয়া কামনা করা হয়। দোয়া শেষে আলোচনা করেন পূর্বাশা কচি-কাঁচা মেলার পরিচালক- বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- শ্রীমতি অনিমা মজুমদার,  যুগ্ম-পরিচালক- বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোঃ শামীম হায়দার, উপদেষ্টা- ড. শাহ মোঃ সেলিম, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, অধ্যক্ষ বিধান চন্দ, যুগ্ম- সংগঠক- মীর হোসেন, সাথী ভাই- সুজন আহমেদ,  সাথী বোন- চিন্ময়ী আচার্য্য, তাহমিনা আক্তার লিমা, মাইশা ইসলাম, হাদিকা ফইরুজ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে- দলিয়  সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে ছিলেন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার শিশু শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- চিন্ময়ী আচার্য্য ও মাইশা ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আয়োজনে অংশগ্রহনকারী বিজয়ী ভাই-বোনদের পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সবাইকে তোবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার জাতীয় শোক দিবসের অনুষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- কুমিল্লা মধুমিতা কচি-কাঁচা মেলার কর্মী বোন- ভাগ্যশ্রী চক্রবর্তী।