Published : Wednesday, 17 August, 2022 at 1:25 PM, Update: 17.08.2022 1:26:59 PM
সিরিয়ার কয়েকটি সীমান্ত চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এরইমধ্যে এ হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে দামেস্ক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর কয়েকটি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ যোদ্ধা নিহত হন। তবে নিহতরা সিরিয়ার সরকারি বাহিনী নাকি কুর্দি বাহিনীর যোদ্ধা তা সুনির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, তুরস্কের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে তিনজন সিরীয় সেনা রয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
হামলার জেরে সিরিয়া সরকার প্রতিক্রিয়ায় বলে, সিরিয়ার সশস্ত্র বাহিনী পরিচালিত কোনো সামরিক চৌকিতে যেকোনো ধরনের হামলার সরাসরি ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার পাল্টা হামলায় ১৩ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।