কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৬টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, তিন বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছে। এদিন বিকেলে ও সন্ধ্যায় পৃথক দু’টি জানাজা শেষে তাকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের মিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন , মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লা মাহমুদ সহিদ ,সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল ও আব্দুল কাদের, সেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টু সাধারণ সম্পাদক সাদেকুুর রহমান পিয়াস প্রমুখ।