নিজ বাড়ি থেকে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এসবিইউ ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আঞ্চলিক প্রধান ছিলেন। দেশটির প্রসিকিউটর জেনারেলের দফতর থেকে নিজ বাড়িতে তার মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিগ্রামে দেওয়া পোস্টে প্রসিকিউটর জেনারেলের দফতর জানিয়েছে, শনিবার দিবাগত গভীর রাতে ক্রোপিভনিটস্কি শহরের অ্যাপার্টমেন্টের একটি কক্ষে ওলেক্সান্ডার নাকোনেচনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তার স্ত্রী। গুলির আওয়াজ শোনার পরই তার স্ত্রী সেখানে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন।
২০২১ সালের জানুয়ারি থেকে কিরোভোগ্রাদ অঞ্চলে এসবিইউ-এর নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। তার মরদেহ উদ্ধারের ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় একজন রাজনীতিবিদ আন্দ্রি লাভরাস টেলিগ্রামে লিখেছেন, নাকোনেচনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।