ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
Published : Sunday, 21 August, 2022 at 4:10 PM
কুমিল্লায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিতকুমিল্লায় আলোচনা সভা ,দোয়া মোনাজাত, গণজামায়েত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে নগরের রামঘাটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধ জসিম উদ্বিদন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াজ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্ত,দপ্তর সম্পাদক রুপম  মজুমদারসহজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।