কুমিল্লায় বেশি দামে ডিম-আলু বিক্রি, ৩ দোকানিকে জরিমানা
Published : Friday, 19 August, 2022 at 7:01 PM, Update: 19.08.2022 7:03:59 PM
কুমিল্লায়
৪২ থেকে ৪৫ টাকার এক হালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এই জরিমানা করেন।
তিনি বলেন, বেশি দাম ডিম বিক্রি করায় ওই সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অযৌক্তিক দামে আলু বিক্রি করায় রানির বাজার এলাকার চৌধুরী ট্রেডার্সকে এক হাজার টাকা ও মুমিনের সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় ওই সব এলাকার অন্যান্য সুপারশপ, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করেছি। ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে।