ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
Published : Friday, 19 August, 2022 at 3:32 PM, Update: 19.08.2022 3:33:16 PM
ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র পাঠাতে চায় যুক্তরাষ্ট্রইউক্রেনকে অতিরিক্ত ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এ বিষয়ে ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। একাধিক সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জো বাইডেন তার প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে এই সহায়তার অনুমোদন দেবেন। তবে সূত্র বলছে, আগামী সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। ঘোষণার আগে প্যাকেজের অর্থে পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনও।


ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের শুরু থেকেই এর বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে ইউক্রেনের জেলেনেস্কির সরকারকে এ পর্যন্ত বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তায় দিয়েছে বাইডেন প্রশাসন। এসব সামরিক সহায়তার মধ্যে আধুনিক আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স, মর্টার, গোলাবারুদ, জ্যাভলিনসহ অনেকসহ অনেক কিছু।


সামরিক সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, নিউ জিল্যান্ড, কানাডাসহ ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।