Published : Friday, 19 August, 2022 at 3:23 PM, Update: 19.08.2022 3:27:05 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই চা শ্রমিক ছিলেন বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার উপজেলার কালীঘাট ইউপির লাখাইছড়া ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ, পূর্ণিমা ভূমিজ, রাধা মাহালি এবং শকুন্তলা ভূমিজ।
কালীঘাট ইউপির চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, সকালে ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে যান ওই চার নারী শ্রমিক। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালকদার বলেন, টিলা ধসে চার চা শ্রমিক মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।